Sunday, September 28, 2025

Malaekah=Angel? bn

#মালাইকা #ফেরেশতা কি ডানাবিশিষ্ট সত্তা? নাকি অন্যকিছু?

পর্ব ১ঃ

ফেরেশতা একটি পার্সিয়ান শব্দ। বোঝাই যাচ্ছে মালাইকা শব্দটি নিয়ে দুর্নীতি করতে ছাড়ে নাই পার্সিয়ানরা। 

মালাইকা শব্দের অর্থ হলো সাহায্যকারী/সমর্থনকারী শক্তি। 

দুডানা বিশিষ্ট মালাইকার যে বর্ণনা অমরা পাই, সেটা কুরানের একটি আয়াতের (৩৫ঃ১) অনুবাদে দুর্নীতির কারণে। 

প্রচলিত অনুবাদঃ

“সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আসমান ও যমীনের স্রষ্টা এবং ফেরেশতাগণকে করেছেন বার্তাবাহক-তারা দুই দুই, তিন তিন ও চার চার পাখাবিশিষ্ট। তিনি সৃষ্টি মধ্যে যা ইচ্ছা যোগ করেন। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সক্ষম।”

৩৫ঃ১ এ “উলি আজনিহাতিন” শব্দের অনুবাদ করছে “ডানাবিশিষ্ট” অথচ সঠিক অর্থ হবে “fully protected/সম্পূর্ণ সুরক্ষিত”। আরবি আজনিহাতিন শব্দটি জিম নুন হা ধাতু থেকে এসেছে যার অর্থ সুরক্ষা বা responsibility. স্ক্রিনশট দ্রষ্টব্য। 

উলি শব্দটা আছে ৭ঃ৫৩ তে তাওয়িলা হিসাবে যার অর্থ সম্পূর্ণ করা। 

সঠিক অনুবাদঃ শব্দ বাই শব্দ

সমস্ত প্রশংসা আল্লাহর (আলহামদুলিল্লাহ) যিনি সৃষ্টি করেছেন (ফাতিরা) এ জগৎ ও যমীন (আস সামাওয়াতা ওয়া আল-আরদি), যিনি মালাইকাদের বার্তাবাহক (রাসুলান) হিসাবে পাঠিয়েছেন/নির্ধারণ করেছেন (জায়িলি) সম্পূর্ণ সুরক্ষিতভাবে/দায়িত্বশীলতার সাথে (উলি আজনিহাতিন) দ্বিগুণ, তিনগুণ বা চারগুণ (মাছনা ওয়া ছুলাছা ওয়া রাবিআ)। তিনি তাঁর সৃষ্টির মধ্যে যা ইচ্ছা বৃদ্ধি করেন। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সক্ষম।”

প্রকৃতি হলো fully protected/সম্পূর্ণ সুরক্ষিত। আমরা যতই তা ধ্বংস করার চেষ্টা করি না কেন, সময়ের সাথে সাথে প্রকৃতি আবার স্বরূপে ফিরে আসে। মানুষের প্রাকৃতিক দুর্যোগেও মৃত্যু হতে পারে। অর্থাৎ মানুষের মৃত্যুর কারণ প্রকৃতিও হতে পারে। এভাবেই মালাইকারা মানুষের মৃত্য ঘটায় আল্লাহর নির্দেশে। এই প্রকৃতিই আবার সম্পূর্ণ দায়িত্বশীলতার সাথে আল্লাহর নির্দেশে ঋতু পরিবর্তন করে মানুষের রিজিকের ব্যবস্থা করতে সাহায্য করে। 

১৫ঃ৭ এ কাফিররা রাসুলকে জিজ্ঞাসা করতেছে যে “তোমার মালাইকাদের সাথে (বি মালাইকাতি) নিয়ে আসো না কেন যদি তুমি সত্য বলে থাকো?”

কাফিররা কিভাবে জানবে “মালাইকা” বলতে ডানাবিশিষ্ট কোনো সত্তা বোঝায়? 

ঘটনাটা যেটা ঘটছে সেটা হলো আপনি যখন মন্চে উঠে কোনো বক্তৃতা দিবেন, তখন আপনার পাশে আপনার সমর্থক বা “সহমত ভাই” থাকতে হবে। তাহলেই সেটা অনেকের কাছে গ্রহণযোগ্য হবে। 

সেকারণে ১৫ঃ৭ এ কাফিররা রাসুলকে সমর্থনকারী/মালাইকা সাথে নিয়ে আসতে বলতেছে। কারণ রাসুল একাই কুরান প্রচার করছিলেন তখন। 

মালাইকা প্রকৃতি বা প্রকৃতির শক্তি হতে পারে, মানুষও হতে পারে সাহায্য/সমর্থনকারী হিসাবে।

এবার বিখ্যাত আয়াত ৩৩ঃ৫৬ দেখি যেখানে প্রচলিতভাবে নবীকে দরুদ ও সালাম পেশ করতে বলা হয়। এখানে সালাতের ডেরিভেটিভ “সাল্লু” শব্দকে নামাজ অনুবাদ করতে পারে নাই, তাই “দরুদ” অনুবাদ করেছে। কারণ আল্লাহ তো নবীর প্রতি সাল্লু বা নামাজ পড়তে পারেন না। 

৩৩ঃ৫৬ সঠিক অনুবাদঃ “নিশ্চয়ই আল্লাহ ও সাহায্যকারীরা (মালাইকা) নবীকে ইউসাল্লু/সমর্থন/সাহায্য করে, হে যারা ঈমান এনেছো, তোমরাও নবীকে সাহায্য/সমর্থন করো এবং শান্তির সাথে আত্মসমর্পণ করো।”

সালাত শব্দের ডেরিভেটিভ সাল্লু শব্দটি ৩৩ঃ৫৬ তে আছে এবং এর অর্থ হলো অনুসরণ করা/সাহায্য/সমর্থন করা/সংলগ্ন থাকা/কর্তব্যপালন ইত্যাদি। 

দরজার hinge/কল কে আরবিতে স-ল বলে। সেই মূল ধাতু থেকে সালাত/সাল্লু শব্দের উৎপত্তি। দরজার কল যেমন দরজাকে অনুসরণ করে, সমর্থন করে, সংলগ্ন থাকে তেমনি সালাত/সাল্লু শব্দের অর্থটাও একই।

“আক্বিমুস সালাত” মানে হলো কুরানকে অনুসরণ করা, সংলগ্ন থাকা, সমর্থন করা এবং জীবনে কুরানের শিক্ষা প্রতিষ্ঠা করার মাধ্যমে মুমিন হিসাবে কর্তব্যপালন করা 

ওয়া তুজজাকাত মানে হলো “সালাত প্রতিষ্ঠার মাধ্যমে পরিশুদ্ধ হওয়া।”

এবার দেখি আরেকটা আয়াতঃ 

১৬ঃ২ “আল্লাহ প্রেরণ করেন (নাজিল) মালাইকাদের (আল মালাইকাতা) রুহ এর মাধ্যমে (বিল রুহ) তার নির্দেশ থেকে (মিন আল আমর) তার বান্দাদের কাছে যাকে তিনি ফলাফল প্রদান করেন (ইয়াশাআ), সতর্ক করেন (আন আজিরু) যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। কাজেই সংযোগ স্থাপন করো।”

এখন রুহ কি সেটা বুঝতে পারলেই এ আয়াতে মালাইকারা রুহ এর মাধ্যমে কিভাবে আল্লাহর নির্দেশ নিয়ে আসে সেটা বোঝা যাবে বা ধারণা পেয়ে যাবেন।

এবার রুহ শব্দটি অন্য কি কি আয়াতে কি অনুবাদ করেছে দেখেন স্ক্রিনশটে। তা হলো বাতাস, গন্ধ, শক্তি (২ঃ১৬৪, ৩ঃ১১৭, ৭ঃ৫৭, ১২ঃ৯৪, ৮ঃ৪৬ ইত্যাদি)

অর্থাৎ মালাইকারা হলো প্রাকৃতিক শক্তি যারা রুহ (প্রাকৃতিক উপাদান বাতাস, গন্ধ) ইত্যাদির মাধ্যমে আল্লাহর নির্দেশের বার্তাবহন (রিসালাত) করে সত্য অনুধাবনে সাহায্য করেন।

আল্লাহ মানুষকে রুহ দিয়েছেন অর্থ হলো স্বাদ, গন্ধ, স্পর্শ ইত্যাদি  অনুভব করার ক্ষমতা দিয়েছেন ইন্দ্রিয়ের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে ওহী করেন যা আমরা এসব ইন্দ্রিয় দিয়ে অনুভব করি এবং মালাইকারা এই রুহ এর মাধ্যমেই বার্তা নিয়ে আসেন/রাসুল হিসাবে কাজ করেন।
https://www.facebook.com/100093138381011/posts/pfbid02WhzSeuukjQHJvgrJCytoEq3rEYDtH3hbSK2BqCfGUPa4m6hZ3SQ3xXE7bLV3PJpUl/?app=fbl

No comments:

Post a Comment

Malaekah=Angel? bn

#মালাইকা #ফেরেশতা কি ডানাবিশিষ্ট সত্তা? নাকি অন্যকিছু? পর্ব ১ঃ ফেরেশতা একটি পার্সিয়ান শব্দ। বোঝাই যাচ্ছে মালাইকা শব্দটি নিয়ে দুর্নীতি করতে ছ...